ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাউথইস্ট ইউনিভার্সিটি-পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
সাউথইস্ট ইউনিভার্সিটি-পুলিশ স্টাফ কলেজের মধ্যে সমঝোতা চুক্তি সই

ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১ জুলাই) পুলিশ স্টাফ কলেজের আইসিসিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

 

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম ও সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, পুলিশ স্টাফ কলেজের এসডিএস (প্রশিক্ষণ), ড. এ এফ মাসুম রব্বানী, সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার (অব.) ও এসইইউ বোর্ড সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জালিল উপস্থিত ছিলেন।

চুক্তির আলোকে সাউথইস্ট ইউনিভার্সিটি এসইইউ এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ যৌথভাবে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম যেমন- সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন করবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার হবে, যা সমৃদ্ধ জ্ঞান ও দক্ষতার পরিবেশকে উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।