ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবায় অংশ নিতে সেনাবাহিনীর এ উদ্যোগে ২০ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেছে বিকাশ।

বুধবার (২১ আগস্ট) সেনা সদরে সেনাপ্রধানের কার্যালয়ে সহায়তার এ অর্থ দেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।  

এ সময় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য শিক্ষার্থী যাদের অনেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন। এক্ষেত্রে যেসব শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।