বাংলাদেশ সাসটেইনেবল ব্রান্ড ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানে বসুন্ধরা পেপার মিলস ‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’ ক্যাটাগরিতে কাগজ উৎপাদনে সাসটেইনেবল ইনোভেশনের (টেকসই উদ্ভাবন) জন্য পুরস্কৃত হয়েছে।
পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে ও টেকসই উৎপাদন প্রক্রিয়ায় পেপার শিল্পে এ উদ্ভাবনী প্রকল্পকে তুলে ধরে বসুন্ধরা পেপার সেক্টর।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে তিনি বসবাসযোগ্য পরিবেশের গুরুত্ব ও পরিবেশ উন্নয়নে তাদের নানা অভিনব উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বসুন্ধরা পেপারের পক্ষে তৌফিক হাসান হেড অব ডিভিশন, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং মো. মাজেদুল ইসলাম-কোম্পানি সেক্রেটারি, সেক্টর-সি, বসুন্ধরা গ্রুপসহ গ্রুপের অন্যান্য কর্মকর্তারা এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা পরিবেশগত দায়িত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তাদের প্ল্যান্টে স্থাপিত এ অভিনব উদ্ভাবনী ব্যবস্থা কেবল দূষণই কমায় না বরং স্থায়িত্ব এবং দায়িত্বশীল শিল্প অনুশীলনের জন্য কোম্পানির চলমান প্রচেষ্টার সঙ্গেও সংযোগ স্থাপন করে। বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ তৈরির স্থাপনা হিসেবে প্রতিষ্ঠার পর থেকে গত তিন দশকে পরিবেশ সুরক্ষা এবং শিল্পের অগ্রগতি উভয় ক্ষেত্রেই অবদান রাখে এমন উদ্ভাবনী সমাধানগুলো বাস্তবায়ন অব্যাহত রাখার ব্যাপারে বসুন্ধরা পেপার মিলস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা,সেপ্টেম্বর ১২, ২০২৪
এমএম