ঢাকা, সোমবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ঢাকা: বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) সোমবার (৭ অক্টোবর) এসইইউ মাল্টিপারপাস হলে একটি আলোচনা সভার আয়োজন করে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, পণ্ডিত, আইনজ্ঞ ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উন্নত দেশের শিক্ষা পদ্ধতির আলোকে আমাদের দেশের শিক্ষার গুণগতমান নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার যথাযথ উন্নয়নকে একটি জাতির অগ্রগতির প্রধান সূচক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন ও বিজনেস স্টাডিজ স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।  

এতে রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও সাউথইস্ট ইউনিভার্সিটির ১৯টি শিক্ষার্থী ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।