ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশের বাজারে হিরো এক্সট্রিম ১২৫আরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বাংলাদেশের বাজারে হিরো এক্সট্রিম ১২৫আরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা: দেশের বাজারে হিরো অনেক নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। গ্রাহকদের সন্তুষ্টি, সহনীয় দাম, অত্যাধুনিক ফিচারস, কোয়ালিটি ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারক হিরো মটোকর্প বিভিন্ন মডেলের বাইক বাজারজাত করে চলেছে।

বিশ্বমানের পণ্য সরবরাহ করার নিশ্চয়তা থেকে বাংলাদেশের গ্রাহকদের জন্য হিরো এবার নিয়ে আসছে স্পোর্টি ও গতিশীল এক্সট্রিম ১২৫আর।

এক্সট্রিম ১২৫আর জেনারেশন-নেক্সট গ্রাহকদের উচ্চাকাঙ্ক্ষী গতিশীলতার চাহিদাকে মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি করা। ‘চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম’ মটো নিয়ে মডেলটি পারফরম্যান্স, স্টাইলিং, রাইডিং ডাইনামিকস ও নিরাপত্তার দিক থেকে অনন্য।  

মোটরসাইকেলটিতে রয়েছে প্রথম শ্রেণির এবিএস ব্রেকিং সিস্টেম, সম্পূর্ণ এল ই ডি প্যাকেজ চওড়া টায়ার ও ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা বাইকের উন্নত স্থিতিশীলতা, নিরাপত্তা ও সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে।  

এক্সট্রিম ১২৫আর মোটরসাইকেলটি ১ লাখ ৭১ হাজার টাকায় আকর্ষণীয় মূল্যে কিনতে পাওয়া যাবে।

হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার ও নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, বাংলাদেশে এক্সট্রিম ১২৫আর লঞ্চ করায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমাদের জন্য একটি নতুন সেগমেন্ট হবে। আমরা নিশ্চিত যে সারা দেশের তরুণরা এ স্টাইলিশ এবংও প্রযুক্তিচালিত পণ্যটির প্রশংসা করবে। এক্সট্রিম ১২৫আর তার সেগমেন্টে বেঞ্চমার্ক সেট করবে। আমরা শিগগিরই এটি সারা দেশে বাজারজাত করবো।

এ সেগমেন্টে এক্সট্রিম ১২৫আর স্পোর্টস লুকের স্টাইলিশ বাইক। মোটরসাইকেলটিতে অল এলইডি সেট আপ রয়েছে যাতে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এলইডি উইঙ্কার্স ও সিগনেচার এলইডি টেল ল্যাম্প। মোটরসাইকেলটিতে একটি স্পোর্টি কমপ্যাক্ট মাফলার রয়েছে, যা হিরো সিগনেচারকে নির্দেশিত করে। ফার্স্ট-ইন-সেগমেন্ট হুইল কভার সামগ্রিকভাবে স্পোর্টস বাইকের অনুভূতি দেবে। এতে গিয়ার পজিশন ইন্ডিকেটরসহ এলসিডি ক্লাস্টার রয়েছে। এছাড়া রয়েছে স্মার্ট কানেক্টিভিটি।

এক্সট্রিম ১২৫আর বাইকে একটি লাইটওয়েট, হেভি ডিউটি ডায়মন্ড টাইপ ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা উন্নত হ্যান্ডলিং পারফরম্যান্সের জন্য প্রস্তুত করা। এক্সট্রিম ১২৫আরের সঙ্গে রয়েছে প্রশস্ত ১২০/৮০ সেকশনের পেছনের টায়ার। ৩৭ মিলিমিটার ডায়া ফ্রন্ট সাসপেনশন। রয়েছে সেভেন স্টেপ এডজাস্টএবল মনোশক, যা সব অবস্থায় আরামদায়ক অনুভূতি নিশ্চিত করে।  

এছাড়া এ মোটরসাইকেলের সামনের ও পেছনের সাসপেনশনগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। চওড়া ও ফ্ল্যাট হ্যান্ডেলবারের সঙ্গে রাইডিং স্ট্যান্স প্রতিদিনের যাতায়াতের জন্য স্পোর্টস বাইকের মতো আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেবে।  

অত্যাধুনিক সব বৈশিষ্ট্য ছাড়াও এক্সট্রিম ১২৫আর ২৭৬ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক ব্রেকসহ এতে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম। মোটরসাইকেলটিতে একটি হ্যাজার্ড ল্যাম্পও রয়েছে, যা প্রতিকূল পরিস্থিতিতে আরোহী ও মোটরসাইকেলের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে।  

নতুন এক্সট্রিম ১২৫আর রেড, ব্লু ও ব্লেক তিন ধরনের প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে।

২০১৪ সাল থেকে হিরো মটোকর্প লিমিটেড ও নিটল নিলয় গ্রুপের যৌথ উদ্যোগে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি স্থাপন করে যশোরে। যার নাম ‘এইচ এম সি এল নিলয় বাংলাদেশ লিমিটেড’ (এইচ এন বি এল)। ক্রেতা সাধারণের মধ্যে হিরো মটোকর্প তার ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা অর্জন করেছে দৃষ্টিনন্দন প্রোডাক্ট রেঞ্জের মাধ্যমে। এছাড়া সারা দেশে ৫০০টিরও বেশি নেটওয়ার্ক রয়েছে। অল্প সময়ের মধ্যে হিরো বাংলাদেশের মোটরসাইকেল বাজারে শীর্ষস্থানীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশে হিরোই একমাত্র কোম্পানি যারা প্রত্যেক মডেলে নিশ্চিত করছে ৫ বছরের ওয়ারেন্টি।

হিরো মোটরসাইকেলের সুপ্রশস্ত প্রোডাক্ট রেঞ্জকে সমৃদ্ধ করতে নতুন করে যুক্ত হচ্ছে আধুনিক ফিচার সমৃদ্ধ এক্সট্রিম ১২৫আর।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ