ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সলিমগঞ্জে ওয়ান ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন  

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
সলিমগঞ্জে ওয়ান ব্যাংকের ১১২তম শাখার উদ্বোধন  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে উদ্বোধন করা হলো ওয়ান ব্যাংক পিএলসি এর  ১১২তম শাখা।  

গত ২৬ ডিসেম্বর ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  শাব্বির আহমেদ  ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন।

শাখা উদ্বোধনকালে তিনি বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন ওয়ান ব্যাংক সে সব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। আমরা বিশ্বাস করি যে আধুনিক সেবা দিয়ে গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতে ও আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো।

তিনি আরো বলেন, অত্র এলাকার গ্রাহকরা তাদের সকল আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরো নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে ওয়ান ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের উপর ছেড়ে দিতে পারেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।