ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সেরা ব্রান্ডের সম্মান অর্জন করল ‘ডিপ্লোমা’

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
সেরা ব্রান্ডের সম্মান অর্জন করল ‘ডিপ্লোমা’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার এবং উত্সাহীদের বৃহত্তম প্ল্যাটফর্ম, ১৬ তম বার্ষিকী উপলক্ষে গত ২৬ ডিসেম্বর রাজধানীর 
পাঁচ তারকা হোটে ইন্টারকন্টিনেন্টালে একটি গ্র্যান্ড গালা অনুষ্ঠানের মাধ্যমে সেরা ব্র্যান্ডদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ দেশের ১ নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডারের খেতাব জিতে নিলো ডিপ্লোমা।

এন সার্চ এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত ডিপ্লোমা পরিবারের সকলেই।  

অনুষ্ঠানে ডিপ্লোমা ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু ডিপ্লোমার নয় যারা ডিপ্লোমাকে বিশ্বাস করে এতো দূর নিয়ে এসেছেন তাদের সকলের। এই সাফল্যে সকল ভোক্তা, পার্টনার এবং শুভাকাঙ্ক্ষীর অবদান অনস্বীকার্য। তাদের ভালোবাসা, বিশ্বাস এবং অবিচল সমর্থনই এনে দিয়েছে এই সাফল্য। আরও সুস্বাদু ও মিষ্টি অভিজ্ঞতা দিতে ডিপ্লোমা চিরকাল প্রতিশ্রুতিবদ্ধ।  

১৯৯২ সাল থেকেই ডিপ্লোমা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেরা মানের ফুল ক্রিম মিল্ক পাউডার। নিউজিল্যান্ডের বিশ্বখ্যাত দুগ্ধ প্রতিষ্ঠান ফন্টেরা থেকে আসা ডিপ্লোমার বিশেষ ফর্মুলা ডিপ্লোমা মিল্ক পাউডারকে দেয় এক অনন্য স্বাদ যা বছরের পর বছর ধরে মুগ্ধ করে আসছে দেশের মানুষকে। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও ভরপুর ডিপ্লোমা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।