ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়াকারুর সঙ্গে যুক্ত হলেন আফরান নিশো!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
ওয়াকারুর সঙ্গে যুক্ত হলেন আফরান নিশো!

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে ওয়াকারুর পার্টনারশিপটি ব্র্যান্ডটির আধুনিকতা ও তারুণ্যের প্রতীক হয়ে উঠবে, এমনটি আশা করা হচ্ছে।

বিগত ৩০ বছরের ফুটওয়্যার ফ্যাশনকে মাথায় রেখে ২০১২ সালে শুরু হয় ওয়াকারুর যাত্রা। এটি নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের ফুটওয়্যার, যা সব শ্রেণির মানুষের নাগালের ভেতরে। আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর ওয়াকারুর সব প্রোডাক্ট এখন বাংলাদেশেও মিলছে।  

উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ, ডিরেক্টর রামেশ উমার, ডিরেক্টর সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েভমেকার বাংলাদেশের অন্যান্য সদস্যরা।    

ওয়াকারু বাংলাদেশের সঙ্গে এই পার্টনারশিপ নিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফরান নিশো। তিনি বলেন, ‘আমি শুধু ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নই, আমি এখন এই পরিবারের একটি সদস্য। ’
  
ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ জানান, ‘আফরান নিশোর সঙ্গে এই পার্টনারশিপ ওয়াকারু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার অনন্য প্রতিভা ও ব্যাপক জনপ্রিয়তা আমাদের ব্র্যান্ডের স্টাইল এবং মানের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে এই পার্টনারশিপ ওয়াকারুকে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে এবং গ্রাহকদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করবে। ’

‘নিশোর মতো একজন প্রভাবশালী তারকার সঙ্গে কাজ করার মাধ্যমে ওয়াকারু গ্রাহকদের কাছে অনেক খ্যাতি অর্জন করবে এবং ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে’, যোগ করেন ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম।  

তিনি আরও জানান, আফরান নিশোর জনপ্রিয়তা, স্টাইল ও ব্যক্তিত্ব এই ব্র্যান্ডটিকে আরও উপরে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।