ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’

ঢাকা: ‘উইনিং টুগেদার’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫।

সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মার্সেলের ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে চলতি বছর উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান, লিফটসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসামগ্রী বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্সেল কর্তৃপক্ষ।

এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরেও মার্সেল পণ্য বিক্রয়ে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহক চাহিদার শীর্ষে আসার প্রত্যয় ব্যক্ত করেন ডিস্ট্রিবিউটররা।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুরের চন্দ্রায় মার্সেল হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে এ সামিটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম শামছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

সামিটে দেশজুড়ে মার্সেল ব্র্যান্ডের প্রায় ৬শ ডিস্ট্রিবিউটরস বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন। এতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার পাশাপাশি নিয়মিত বাজার গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে সময়োপযোগী ব্যবসায়িক কলাকৌশল নির্ধারণের বিষয়ে ডিস্ট্রিবিউটরদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।

সামিটে আগত ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়ে মার্সেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এয়ার কন্ডিশনারের এক নতুন সিরিজ উদ্বোধন করে কর্তৃপক্ষ। মার্সেল এসির নতুন এই সিরিজের নাম দেওয়া হয়েছে মারলিন।

শুধু মার্সেল ব্র্যান্ডের জন্য সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ডিজাইনে মারলিন সিরিজের এসির মডেলগুলো উৎপাদন করা হয়েছে। মার্লিন সিরিজের আওতায় ইনভার্টার টেকনোলজির ১টন, ১.৫ টন ও ২টনের এসি বাজারে ছাড়া হয়েছে। মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি ব্যবহার করার মারলিন সিরিজের এসি হবে অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। এছাড়াও মার্সেলের নতুন এই সিরিজের এসির মডেলগুলোতে ব্যবহার করা হয়েছে ফ্রস্ট ক্লিন, কিড কুলিংয়ের মতো সর্বাধুনিক ফিচার।

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিটে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, মার্সেলের হেড অব বিজনেস মতিউর রহমান, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক উত্তর জোনের ইনচার্জ কুদরত-ই খুদা ও দক্ষিণ জোনের ইনচার্জ নূরুল ইসলাম রুবেলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামিটের সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।