ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

ঢাকা: দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরীয়াহ অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে।  

এ উপলক্ষে গত ২১ জানুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

যেখানে শরীয়াহ বিশেষজ্ঞ, সম্মানিত অতিথি, শিল্প খাতের নেতা ও প্রধান অংশীদাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী।  

এছাড়া উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসি’র শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ মানজুরে ইলাহীসহ অনেকে।

সন্ধ্যায় ‘শরিয়াহসম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন’ বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়। যেখানে শরীয়াহ অর্থায়ন ও টেকসই উন্নয়নের সাথে আইডিএলসি ইসলামিকের ভূমিকা ও সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।

আইডিএলসি ইসলামিক একটি শরিয়াহসম্মত অর্থায়ন ব্যবস্থা, যা আইডিএলসি’র স্বচ্ছ ও শরীয়াহ-সম্মত আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশে শরিয়াহসম্মত আর্থিক সেবাসমূহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা হবে। এর সেবাসমূহের মধ্যে রয়েছে মুদারাবা আমানত, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মেয়াদি এবং মাসভিত্তিক আমানত সেবা প্রদান করে। এছাড়া শরিয়াহসম্মত অর্থায়ন যেমন ইজারা মুনতাহিয়া বিত তামলিক (আইএমবিটি) এবং মুরাবাহা, যা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), করপোরেট এবং ব্যক্তিগত অর্থায়নের প্রয়োজন মেটাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, আইডিএলসি ইসলামিক আমাদের শরিয়াহভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণকল্পে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন ও শরিয়াহ নীতি পরিপালনের প্রতিশ্রুতি।

আইডিএলসি ইসলামিক একটি দক্ষ শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা নিশ্চিত করে যে এর আর্থিক সেবা ও প্রক্রিয়াগুলো শরীয়াহ নীতিমালা অনুসারে পরিচালিত। এ নতুন উদ্যোগটি আইডিএলসি’র স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতার ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়, যা শরিয়াহসম্মত এবং টেকসই আর্থিক ব্যবস্থার প্রতি আইডিএলসি’র প্রতিশ্রুতির প্রতীক। এছাড়া অতিথিরা নাশিদ পরিবেশনা উপভোগ করেন এবং আইডিএলসি ইসলামিক নিয়ে তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা ব্যক্ত করেন, যা এ নতুন আর্থিক প্রস্তাবনার প্রাসঙ্গিকতা এবং সময়োপযোগিতাকে তুলে ধরে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ