ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন আব্দুল আজিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:৪৮ পিএম, জানুয়ারি ২৭, ২০২৫
এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন আব্দুল আজিজ আব্দুল আজিজ (জুম্মা)

ঢাকা: এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন আব্দুল আজিজ (জুম্মা)। এর আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুল আজিজ ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং জীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও পরে ২০০৫ সালে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ৩৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসমৃদ্ধ আব্দুল আজিজ এনসিসি ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং, রপ্তানি বাণিজ্য, এসএমই, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, রিটেইল, লিগ্যাল অ্যান্ড মনিটরিং বিভাগের প্রধান, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ও পরবর্তী সময়ে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে যুক্তরাজ্য, জার্মানি, জাপান, মালয়েশিয়া ও নেপালসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরবি

বাংলাদেশ সময়: ৫:৪৮ পিএম, জানুয়ারি ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।