ঢাকা: আপাসেন ইন্টারন্যাশনালের ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- আপাসেন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা ও প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বর্ণময়ী সরকার প্রমুখ।
পদ্মাসন সিংহ তার বক্তব্যে বিশ্বের সফলকাম বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কথা তুলে ধরেন এবং অভিভাবকদের হতাশ হতে মানা করেন। আপাসেন ইন্টারন্যাশনালের কাজকে সাধুবাদ জানান এবং আপাসেনের মতো যে সব প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
রফিক মিয়া তার বক্তব্যে সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আপাসেনের নেওয়া কার্যক্রমকে সাধুবাদ জানান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যেন কেউ অবহেলা না করে সেই বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
খোশনূর রুবাইয়ৎ তার বক্তব্যে সমাজে পিছিয়ে থাকা মানুষের অধিকার আদায়ের কথা নিশ্চিত করেন এবং স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলাল রহমান সরকারকে এ বিষয় এগিয়ে আসার আহ্বান জানান। যাতে সরকার ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করতে পারে। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আপাসেন যেন আরও বড় পরিসরে এ ধরনের শিশুদের সঠিক সেবা দিতে পারে সেই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আপাসেন ইন্টারন্যাশনালের প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বর্ণময়ী সরকার। আপাসেনের দীর্ঘ ৬ বছরের পথচলা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আপাসেন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা।
আপাসেন ইন্টারন্যাশনাল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশে ২০১৫ সাল থেকে কাজ করছে। ২০১৯ সালে সিলেটে ডে-কেয়ার সেন্টার ও ফিনিক্স স্কুল নামে দুটি প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, শিশুদের বিভিন্ন কাজের প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
আরবি