ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

কর্পোরেট কর্নার

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা গ্রহণ করলেন তার সহধর্মিনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা গ্রহণ করলেন তার সহধর্মিনী

রূপালী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের বাৎসরিক বিপণন সভায় কোম্পানির সদ্য প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  

শনিবার রাজধানীর মালিবাগে ইম্পেরিয়াল ভবনে স্মারক প্রদান অনুষ্ঠানে মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে তার সহধর্মিণী ফজলতুন্নেসা স্মারক গ্রহণ করেন।

গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা গোলাম কুদ্দুস। ১৯৮৮ সালে রূপালী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে আমৃত্যু কোম্পানিটির নেতৃত্ব দিয়ে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয় তাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মো. দানিয়েল, সিইও ফৌজিয়া কামরুন তানিয়া এবং অন্যান্য বোর্ড সদস্য, উপদেষ্টা, পরামর্শক, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপক ও বিপণন ব্যবস্থাপকবৃন্দ।

বক্তারা তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা সংগ্রাম, পুলিশ বিভাগ, জাতীয় ইতিহাস, পোশাক শিল্প এবং সামাজিক সেবায় তার অবদান অনস্বীকার্য। তারা আরও বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের ধারায় তার শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের কিছু অসাধু আমলার চক্রান্তে দুদকের মাধ্যমে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং বিদেশে চিকিৎসার জন্য ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ ছাড়া অনুষ্ঠানে মোস্তফা গোলাম কুদ্দুসের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।