ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

একুশে পদকজয়ী অধ্যাপক নিয়াজ জামানকে আইইউবির সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
একুশে পদকজয়ী অধ্যাপক নিয়াজ জামানকে আইইউবির সংবর্ধনা

ঢাকা: শিক্ষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য একুশে পদক ২০২৫ জয়ী শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক অধ্যাপক নিয়াজ জামানকে সংবর্ধনা দিয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইইউবি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইইউবির ট্রাস্টি, উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকজন শিক্ষা ও সাহিত্যানুরাগী অনুষ্ঠানে যোগ দেন।  

অনুষ্ঠানের শুরুতেই অধ্যাপক নিয়াজ জামানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। অধ্যাপক নিয়াজ জামানের লেখা একটি ছোটগল্প থেকে কিছু অংশ পড়ে শোনান তিনি।

এরপর অধ্যাপক নিয়াজ জামানের কর্মজীবন, একুশে পদকপ্রাপ্তি, আইইউবির অগ্রগতিতে তার অবদানসহ নানা বিষয়ে একে একে আলোচনা করেন আইইউবির ট্রাস্টি বোর্ডে সদস্য জাভেদ, উপাচার্য অধ্যাপক ম. তামিম, ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও লেখক ড. আহমাদ মোস্তফা কামাল।  

অধ্যাপক নিয়াজ জামান তার বক্তব্যে আইইউবিতে তার শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ।  

গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৫ পান আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক নিয়াজ জামান।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।