ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

কর্পোরেট কর্নার

রবির ডিস্ট্রিবিউটররা ক্যাশ কালেকশনে ব্যবহার করছে বিকাশ-এর বি২বি সল্যুশন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
রবির ডিস্ট্রিবিউটররা ক্যাশ কালেকশনে ব্যবহার করছে বিকাশ-এর বি২বি সল্যুশন

ঢাকা: দেশের অন্যতম শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি মাঠ পর্যায়ে তার আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ ও দক্ষ করে তুলতে ব্যবহার করছে বিকাশ-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) ক্যাশ কালেকশন সল্যুশন। এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায় সারা দেশে ছড়িয়ে থাকা রবির ৪৫০টিরও বেশি ডিস্ট্রিবিউশন হাউজ বিকাশ-এর বি২বি সল্যুশন ব্যবহার করে ক্যাশ সংগ্রহ এবং এর বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) সরবরাহ করবে, যা পুরো প্রক্রিয়ায় সময় ও খরচ বাঁচাবে। বিকাশ-এর এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে রবির সাপ্লাই চেইনে আর্থিক লেনদেন হয়ে উঠবে ক্যাশবিহীন, স্বচ্ছ এবং নিরাপদ।

সম্প্রতি, রবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই ‘বিটুবি সল্যুশন’ ব্যবহার করে মাঠ পর্যায়ে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলেছে। পাশাপাশি, এ ধরনের সেবা দেশে সার্বিক ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতিশীলতা ও সক্ষমতা বাড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ