ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

এজেন্ট অ্যাপে ই-মানি ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন বিকাশ এজেন্টরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এজেন্ট অ্যাপে ই-মানি ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন বিকাশ এজেন্টরা

ঢাকা: দিন হোক বা রাত, উৎসবের বন্ধ হোক কিংবা ব্যস্ততার মধ্যেও বিকাশ এজেন্টরা এখন তাদের এজেন্ট অ্যাপ থেকেই যেকোনো সময়ে ই-মানি গ্রহণ এবং ট্রান্সফার করতে পারছেন।  

অ্যাপের ‘বিটুবি সেন্ড (ব্যাংক)’ এবং ‘বিটুবি রিসিভ (ব্যাংক)’ সেবা ব্যবহার করে প্রতিদিন সর্বোচ্চ দুই লাখ টাকা এবং মাসে ৫০ লাখ টাকা পর্যন্ত ই-মানি গ্রহণ এবং ট্রান্সফার করতে পারছেন এজেন্টরা।

ফলে একদিকে সক্ষমতা ও গতিশীলতা বেড়ে তাদের ব্যবসার প্রসার হওয়ার সুযোগ তৈরি হলো, অন্যদিকে এজেন্ট পয়েন্ট থেকে আরও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হলো বিকাশ গ্রাহকদের জন্য।

এজেন্টদের ব্যবসায়িক সুবিধার্থে প্রতিনিয়ত নিত্য নতুন সেবা সংযোজন করে যাচ্ছে বিকাশ। এরই ধারাবাহিকতায় নতুন এই সেবা ‘অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট’ বা ‘২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট’ চালু করলো বিকাশ। এখন ই-মানি না থাকলেও গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারবেন এজেন্টরা।  

প্রয়োজন অনুযায়ী তারা নিজেদের বিকাশ এজেন্ট অ্যাপের লিংকড ব্যাংক অ্যাকাউন্ট থেকে তৎক্ষণাৎ ই-মানি গ্রহণ করতে পারছেন। পাশাপাশি এজেন্ট চাইলে অতিরিক্ত ই-মানি ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারও করে নিতে পারছেন। তাই এখন ছুটির দিন কিংবা উৎসবের সময় অথবা ব্যাংকিং সময়সীমার বাইরেও গ্রাহককে যেকোনো সময়ে ডিজিটাল লেনদেনের সুবিধা দিতে পারছেন এজেন্টরা।

এই সেবাটি পেতে হলে এজেন্টদের ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক অথবা যমুনা ব্যাংকের যেকোনো একটিতে অ্যাকাউন্ট থাকতে হবে। বিকাশ এজেন্ট ওয়ালেটে উল্লেখিত ১১টি ব্যাংকের মধ্যে পছন্দের ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করতে হবে।  

এজেন্ট ওয়ালেট এবং লিংকড ব্যাংক অ্যাকাউন্টে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর একই হতে হবে। সেবাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই https://www.bkash.com/page/247CM2 লিংকে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।