ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সাধারণ শিক্ষার্থীরা।  

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।

 

ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে আইএসইউ শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগদান করেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আইএসইউ’র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।  

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মুসলিম বিশ্বকে এক হয়ে এ আগ্রাসনের জবাব দিতে হবে। একই সঙ্গে তারা প্রশ্ন রাখেন মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্ব পরাশক্তিগুলোর নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে। খুব দ্রুত যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধ করে ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিতের আহ্বান জানান।  

আইএসইউ'র মহাখালী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি গুলশান ১ নম্বর হয়ে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।  

এ সময় শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসন বিরোধী নানান স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানায়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।