ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।  

সমাবর্তন উপলক্ষে বিভিন্ন দিক-নির্দেশনা এবং পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া সভায় শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ একাডেমিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তৃত আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়, যা আগামীতে কার্যকর হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সম্মানিত সদস্যরা।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সব সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।