ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

ড. এ মজিদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
ড. এ মজিদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ড. এ মজিদ খান।

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ইমেরিটাস ড. এ মজিদ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৩ সালের ২৬ এপ্রিল ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

 

সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খান ১৯২৯ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ফ্রান্স, স্পেন ও মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী প্রথম বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি ও উইসকনসিন ইউনিভার্সিটিসহ নেদারল্যান্ডস, সুইডেন ও জর্ডানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি।   

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ফ্রান্সের ‘অফিসার অব দ্য অর্ডার অবি অ্যাকাডেমিক পামস’ সম্মাননায় ভূষিত হন তিনি। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের হ্যামলিন ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব হিউম্যান লেটারস’ সম্মাননা পান তিনি। এ ছাড়া বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রবর্তনে অনন্য ভূমিকার জন্য তাকে ২০১৩ সালে ‘ইমেরিটাস প্রেসিডেন্ট’ উপাধি দিয়ে সম্মানিত করে আইইউবি।   

আইইউবি ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর মধ্যে রয়েছে- এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, অ্যাকাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ অব সোশ্যাল ওয়ার্ক ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।