ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

কর্পোরেট কর্নার

এপেক্সে নতুন অ্যাডিশনাল এমডি দিলীপ কাজুড়ী, সিইও ফিরোজ মোহাম্মদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, মে ২, ২০২৫
এপেক্সে নতুন অ্যাডিশনাল এমডি দিলীপ কাজুড়ী, সিইও ফিরোজ মোহাম্মদ

ঢাকা: দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপনায় ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ আনার কথা জানিয়েছে ‘এপেক্স ফুটওয়্যার লিমিটেডে’।

শুক্রবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপেক্স বলছে, কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কাজুড়ী পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন।

আর চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ পদোন্নতি পেয়ে হয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার।

দিলীপ কাজুড়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডে যোগদান করেন ২০০৯ সালে। আর ফিরোজ মোহাম্মদ যোগদান করে ২০২১ সালে। তারা কোম্পানির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসঙ্গে দুই কর্মকর্তার এ পদোন্নতি কোম্পানিতে ‘নতুন যুগের সূচনা’ করছে, যা সামনের দিনে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে।

২০০৯ সালে দিলীপ কাজুড়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এ যোগদান করেন। বিগত ১৫ বছরে তিনি কোম্পানিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন, বর্তমানে এপেক্স-এর এএমডি পদের সঙ্গে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও তিনি কর্তব্যরত আছেন। কোম্পানিটির ফিনান্স এবং অডিট বিভাগে তার অবদান এপেক্স-এর ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে।  

অপরদিকে, ফিরোজ মোহাম্মদ ২০২১ সালে এপেক্স-এ যোগদানের পর থেকে কোম্পানিটিতে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন আসে, যা এপেক্স-এর ব্যবসায়িক বৃদ্ধিতে সাহায্য করে। এপেক্স-এ যোগদানের আগে তিনি বিভিন্ন কোম্পানিতে রিটেইল ব্যবসা, সেলস এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।  

এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর ঊর্ধ্বতন  কর্মকর্তাদের এরূপ পদোন্নতি কোম্পানিতে একটু নতুন যুগের সূচনা করছে। সামনের দিনে কোম্পানিটিতে নতুন সম্ভাবনার উদ্ভব হবে বলে ধারণা করা যায়।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।