ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংক ও ঢাবির আইবিএয়ের সঙ্গে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জুলাই ৮, ২০২৫
সিটি ব্যাংক ও ঢাবির আইবিএয়ের সঙ্গে চুক্তি সই চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ঢাকা: কর্পোরেট নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সিটি ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে চালু করতে যাচ্ছে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’।

সোমবার (৭ জুলাই) আইবিএ প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়।

এ উদ্যোগটি বাংলাদেশে প্রথম-যেখানে একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের অগ্রগণ্য একাডেমিক প্রতিষ্ঠান যৌথভাবে একটি পূর্ণাঙ্গ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নে একত্র হয়েছে।

চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএ’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা।

এ চুক্তি সই অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠান পরিচালনা করবেন আইবিএ’র অভিজ্ঞ অনুষদ সদস্য এবং ব্যাংকিং খাতের খ্যাতনামা বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারীরা পাবেন কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের বাস্তবমুখী
প্রশিক্ষণ।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন কৌশলের একটি বড় মাইলফলক এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব গঠনে তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।