সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিনামূল্যে ক্যানসার ও কিডনি চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। এ লক্ষ্যে চুয়াডাঙ্গায় খলিল মালিক ক্যানসার ও কিডনি স্ক্রিনিং সেন্টার স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে খলিল মালিক হাসপাতাল ও খলিল-মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাদিকুর রহমান মালিকের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.)।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল ড. মো. নাঈম আশফাক চৌধুরী (অব.) বলেন, ‘বর্তমানে বাংলাদেশে প্রায় ২২ শতাংশ মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং ১৩ শতাংশ মানুষ ক্যানসারে ভুগছে। চিকিৎসার উচ্চ খরচের কারণে অনেকের জন্য সময়মতো চিকিৎসা সম্ভব হয় না। নতুন এই স্ক্রিনিং সেন্টার সহজলভ্য প্রাথমিক পরীক্ষা এবং চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। ’
প্রাইম ব্যাংক পিএলসি'র করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় ২০০৭ সাল থেকে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করে আসছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় চার হাজার ৪৬৪ জন শিক্ষার্থীর মাঝে মোট ৪৪ কোটি টাকার বেশি শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। যাদের মধ্যে ইতোমধ্যে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন তিন হাজার ছয়শ'জনেরও বেশি এবং চাকরি করছেন প্রায় দুই হাজার জন। পাশাপাশি প্রাইম ব্যাংক গ্রামার স্কুল পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। আর স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রাইম ব্যাংক আই হাসপাতালের মাধ্যমে এ পর্যন্ত এক হাজার ৬১টি আই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়েছে এবং মোট তিন লাখ ১৬ হাজার ৮৯৮ জন রোগী দেখা হয়েছে এবং ১৯ হাজার ১৫৭ জনের চোখের ছানি অপারেশন করা হয়েছে। এ ছাড়া দেশের দক্ষ নার্স গড়ে তুলতে প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা পরিচালনা করছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন।
এএটি