ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

১৯ জেলায় বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
১৯ জেলায় বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেট

ঢাকা: সেরা রেটে দেশের ১৯ জেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবার সংযোগ দিচ্ছে বিটিসিএল।

টেলিফোন সংযোগসহ জিপন গ্রাহকদের ক্ষেত্রে টেলিফোনের আনলিমিটেড বিটিসিএল টু বিটিসিএল কলের মাসিক ১৫০ টাকাসহ অন্যান্য কল চার্জ যোগ হবে।

টেলিফোন সংযোগসহ গ্রাহকরা  একাধিক সেবা গ্রহণ করায় তাদের জন্য জিপনের প্যাকেজে ছাড় দেওয়া হচ্ছে।  

জেলাগুলো হলো ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও পটুয়াখালী।

ইন্টারনেট সংযোগ সম্বন্ধে বিস্তারিত জানতে এবং ঢাকার ভেতর নতুন ইন্টারনেট সংযোগের জন্য আবেদন করতে টেলিসেবা অ্যাপ ইন্সটল করার পরামর্শ বিটিসিএলের। টেলিসেবা অ্যাপের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ইন্টারনেট সংযোগের জন্য আবেদন করা যাবে।

ঢাকার ভেতরের ও বাইরের জেলাগুলোতে সংযোগের জন্য বিটিসিএলের ওয়েবপোর্টাল ব্যবহার করেও ইন্টারনেট সংযোগের জন্য আবেদন করতে পারবেন গ্রাহকেরা।  

বিস্তারিত জানা যাবে কল সেন্টার- ১৬৪০২ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এমআইএইচ/এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।