ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংক-জিডি এসিস্টের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
ওয়ান ব্যাংক-জিডি এসিস্টের মধ্যে চুক্তি

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড ও জিডি এসিস্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর হয়।

   

ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ও জিডি এসিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

চুক্তি অনুসারে ওবিএল ইন্স্যুরড ডিপোজিট স্কিমের অ্যাকাউন্টধারীরা ১০,০০,০০০ টাকা পর্যন্ত ফ্রি লাইফ ইন্স্যুরেন্স কভারেজের সঙ্গে ফ্রি হাসপাতলে ভর্তি খরচ, বিনামূল্যে হেলথকেয়ারসেশন, বিদেশি ডাক্তার কর্তৃক রোগ সংক্রান্ত ফ্রি পরামর্শ, ১০০+ হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে ডিসকাউন্টসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা পাবেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।