ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

দেশের প্রথম ই-কমার্স সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুন ৪, ২০২২
দেশের প্রথম ই-কমার্স সম্মেলন

ঢাকা: বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির প্রকৃত সম্ভাবনা, ট্রেন্ড এবং অনুশীলনগুলোকে উন্মোচিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে দেশের প্রথম বাংলাদেশ ই-কমার্স সম্মেলন।

দারাজের পরিবেশনায় এবং ডটলাইনের পরিচালনায় এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল ই- কুরিয়ার এবং দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড।

 

‘রিভাইটালাইজিং দ্য ই-কমার্স ইন্ডাস্ট্রি’, এই থিম নিয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয় লা মেরিডিয়ান, ঢাকার দ্য স্কাই বলরুমে। দেশের বর্তমান সমৃদ্ধ ই-কমার্স শিল্পকে সম্ভাবনাময় বাজারের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
 
এই আয়োজনটি বাংলাদেশে ই-কমার্সের ধারাবাহিক বাড়ানো এবং করোনাকালীন ই-কমার্স শিল্পটির পরিবর্তনের চিত্র তুলে ধরেছে। সম্মেলনটি দেশের বৃহত্তর এবং বৈচিত্র্যে সমৃদ্ধ অর্থনৈতিক বিশেষজ্ঞদের শুধু একত্রিতই করেনি বরং সংযোগ স্থাপন করেছে শীর্ষস্থানীয় নেতারা, বৈশ্বিক বিশেষজ্ঞ এবং রিটেইল বিশেষজ্ঞদের মধ্যেও। নিজেদের মধ্যে মতবিনিময়ে এবং আলোচনায় তারা প্রকাশ করেছেন ই-কমার্স শিল্পের নানা প্রাসঙ্গিক ট্রেন্ড নিয়ে।  

সম্মেলনটির অন্যতম উদ্দেশ্য ছিল একটি টেকসই ই-কমার্স ইকোসিস্টেম গড়ে তোলা এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে ভোক্তাদের নিত্য নতুন উপায়ে ক্রয়ের প্রবণতার ভিত্তিতে খুচরা বিক্রয় ব্যবস্থার ভবিষ্যত কি হতে যাচ্ছে সেটি পর্যালোচনা করা।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ই-কমার্স শিল্পের উন্নতির বিষয়ে বাংলাদেশের প্রত্যাশিত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো গড়ে উঠেছে দক্ষতা এবং শিল্পটিতে প্রবেশের সহজলভ্যতার ভিত্তিতে। আসন্ন ভবিষ্যতের প্রতিশ্রুতি নির্ধারণ করবে একটি পরিণত ইকোসিস্টেম এবং যা সামগ্রিক শিল্পটিকে বেড়ে উঠতে সহায়তা করবে।
 
সম্মেলনটিতে স্বাগত বক্তব্য রাখেন দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো)।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডটলাইনসের চিফ গ্রোথ অফিসার আশিকুর রহমান রিয়ান।

বাংলাদেশ ই-কমার্স সামিটে তিনটি কিনোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, চারটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডিজ, একটি ফায়ারসাইড চ্যাট এবং একটি ডিপ ডাইভ সেশন অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিজবস ডট কম লিমিটেড এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, দারাজ এর কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ইএসজি গ্রুপ ডিরেক্টর টনি হাল্টন, ডেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েজ রহিম, দারাজ বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা খন্দকার তাসফিন আলম, সেবা ডট এক্স ওয়াই জেড এর সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব,  চেয়ারপারসন পলিসি স্ট্যান্ডিং কমিটি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও এটুআই - অ্যাস্পায়ার টু ইনোভেট হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি, ইকুরিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল, ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ডিজিটাল ট্রান্সফরমেশনিস্ট সহযোগী অধ্যাপক (মার্কেটিং) ড. রফিউদ্দিন আহমেদ, কনসালটেন্ট তানজিন ফেরদৌস, বাটা বাংলাদেশ লিমিটেড এর ই-কমার্স বিজনেস প্রধান সহকারী মহাব্যবস্থাপক রাজীব জাহান ফেরদৌস, নেসলে বাংলাদেশ লিমিটেড এর কনজিউমার ইকমার্স অ্যান্ড ডিজিটাল সিনিয়র ম্যানেজার জাকিয়া জেরিন, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এরমার্কেটিং ও ইকমার্স প্রধান জিএম সাগ্নিক গুহ, ডটলাইনস সভাপতি মাহবুবুল মতিন, সিএক্সও এবং উদ্যোক্তা ও চেঞ্জমেকার জিশান কিংশুক হক, ডটলাইনস চিফ গ্রোথ অফিসার আশিকুর রহমান (রিয়ান), শাজগোজ লিমিটেড সহ- প্রতিষ্ঠাতা ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সিন্থিয়া শারমিন ইসলাম, প্রিয়শপ.কম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান, দারাজ বাংলাদেশ চিফ মার্কেটিং অফিসার তাজদিন হাসান, পিকাবু ডটকম এর  প্রতিষ্ঠাতা এবং সিইও মরিন তালুকদার, স্টার্টআপ উপদেষ্টা এবং পরামর্শদাতা ও নেক্সট বিলিয়ন পিটিই লিমিটেড এর অপারেশন ডিরেক্টর রাশেদুন নবী, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম, ফার্মার্স মার্কেট এশিয়া প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপ এর কর্পোরেট ব্র্যান্ডের প্রধান নুরুল আফসার, চিফ কমার্শিয়াল অফিসার ইমামুল ইসলাম সুপ্রিও, দারাজ বাংলাদেশ এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ.এইচ.এম. হাসিনুল কুদ্দুস রুশো প্রমুখ।

বাংলাদেশ ই-কমার্স ২০২২ এর উপস্থাপনায় ছিলেন দারাজ এবং পরিচালনায় ডটলাইনস। ইকুরিয়ার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পৃক্ততায়, আয়োজনটির সহায়তায় ছিল সেবা প্ল্যাটফর্ম।

সম্মেলনটির রিফুয়েল পার্টনার ছিল মাই ফুয়েল পাম্প। এছাড়াও নলেজ পার্টনার ছিল মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), ইভেন্ট পার্টনার লে মেরিডিয়ান ঢাকা, টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজিস, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর।  

বাংলাদেশ ইকমার্স সামিট ২০২২ হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০৪, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।