ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

ঝিনাইদহে নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ৭, ২০২২
ঝিনাইদহে নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন চালু

ঢাকা: সম্প্রতি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) ওয়ান-স্টপ পেইন্টিং সল্যুশন দেওয়ার জন্য ঝিনাইদহে নতুন বার্জার এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করেছে।  

এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিজেদের সেবাকে আরও প্রসারিত করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ডটি।

 

ঝিনাইদহের উকিলবাড়ি মার্কেটে বঙ্গবন্ধু রোডের সৌরভ ট্রেডার্সের অধীনে এ ফ্র্যাঞ্চাইজড আউটলেটটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জারের জেনারেল ম্যানেজার সেলস আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ, ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আতা আই মুনীর এবং খুলনা ব্র্যাঞ্চের ম্যানেজার শাকিল এম হুমায়ুন।

অনুষ্ঠানে বিপিবিএল’র জেনারেল ম্যানেজার সেলস আবুল কাসেম মোহাম্মদ সাদেক নাওয়াজ বলেন, ঝিনাইদহে নতুন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধনের মাধ্যমে আমাদের প্রত্যাশা এ খাতের শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন নিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো। বাসা বা অফিসের ইন্টেরিয়র ডিজাইন করা কিংবা রেনোভেট করার ক্ষেত্রে সঠিক রঙের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দেয়ালের রং নির্বাচনের সময় আমরা প্রায়ই দ্বিধায় থাকি। এখন ঝিনাইদহে আমাদের নতুন ফ্রাঞ্চাইজড আউটলেটের মাধ্যমে ক্রেতারা এ সংক্রান্ত পরামর্শসহ বার্জারের বিশ্বমান সম্পন্ন পেইন্ট সল্যুশন নিতে পারবেন।

বার্জার এক্সপেরিয়েন্স জোনের মূল উদ্দেশ্য দেশজুড়ে আরও উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতাদের পেইন্ট সল্যুশন দিচ্ছে। শতাধিক কালার শেড, প্যালেটসহ পেইন্ট সম্পর্কিত সব প্রয়োজনে এসব আউটলেট থেকে নানা সেবা দেওয়া হয়।  

আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ বার্জার এক্সপেরিয়েন্স জোনে যোগাযোগ করুন, অথবা কল করুন - ০৮০০০-১২৩৪৫৬ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad