গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে পৃথক এক রায়ে কাপাসিয়ায় উপজেলার জালিশা এলাকায় কাঠ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
বুধবার (০৩ আগস্ট) দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ও অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আলাদা এ রায় দু’টি প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার সোহরাব হোসেনের স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপা, কাপাসিয়ার জালিশা এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে লোকমান হোসেন শাহীন (৩৬), একই এলাকার ফজলুল হকের ছেলে মো. মোস্তফা (৩০) ও কালীগঞ্জ থানার চর শৈলাদী এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে মো. মুনসুর (২৭)।
গাজীপুরের আদালত পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
জিসিপি/আরআই