ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সাতদিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ নভেম্বর) এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিজভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
গত বছরের ১০ ডিসেম্বর পুরনো পাসপোর্ট জমা দিয়ে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন করেন রিজভী। ওই বছরের ৩১ ডিসেম্বর এ পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিলো। কিন্তু দীর্ঘদিন পরও পাসপোর্ট না পাওয়ায় গত ২৯ মে হাইকোর্টে রিট করেন রিজভী।
এরপর গত ০৭ জুন রিজভীকে এমআরপি দেওয়ার কেনো নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এ রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন আদালত। আদালতের এ রায় হাতে পাওয়ার সাতদিনের মধ্যে রিজভীকে এমআরপি দেওয়ার জন্য পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ইএস/জিপি/এএসআর