ঢাকা: রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের করা নাশকতার ১৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
সোমবার (২৮ নভেম্বর) হাইকোর্টের পৃথক বেঞ্চ তাকে এসব মামলায় ছয়মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ সোহেলকে রমনা, খিলগাঁও, পল্টন ও যাত্রাবাড়ী থানায় হওয়া ৭ মামলায় জামিন দেন ।
আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও নাসরিন খন্দকার।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
একইদিনে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট বেঞ্চ পল্টন, মতিঝিল, ওয়ারি ও মুগদা থানায় করা ছয় মামলায় সোহেলকে জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর মো. নাসিরউদ্দিন ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হারুনুর রশীদ।
এর আগে রোববার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের হাইকোর্ট বেঞ্চে আরও ১৩টি মামলায় জামিন পেয়েছিলেন সোহেল।
আইনজীবীরা জানান, হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। তাই আপাতত সোহেল মুক্তি পাচ্ছেন না।
এসব মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা সোহেল গত ০৯ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সেই থেকে কারাবন্দি রয়েছেন সোহেল।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ইএস/এএসআর