ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

নার্গিস হত্যা চেষ্টা

বদরুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
বদরুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ৩৩তম সাক্ষী ঢাকার স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএম রেজাউস সাত্তার।

সিলেট: সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছে।

তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ৩৩তম সাক্ষী ঢাকার স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএম রেজাউস সাত্তার।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)  বেলা সোয়া ১১টায় সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে বদরুলকে হাজির করা হয়। তৃতীয় দিনের মতো ওই আদালতে বদরুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

গত ১১ ডিসেম্বর দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন নার্গিসের মা-বাবা, বদরুলের জবানবন্দি গ্রহণকারী বিচারক ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৫ জন। গত ০৫ ডিসেম্বর প্রথম দিনে সাক্ষ্য দেন অন্য ১৭ জন সাক্ষী। এ নিয়ে মামলার মোট ৩৭ সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

গত ০৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার চার্জশিট আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসএমপি’র শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ। ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণের পর ২৯ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

গত ০৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তাকে ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বখাটে বদরুল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ সম্পাদক।

এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এনইউ/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।