ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

সোমবার সুপ্রিম কোর্টে ছুটি, বিচারপতির জানাজা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
সোমবার সুপ্রিম কোর্টে ছুটি, বিচারপতির জানাজা সম্পন্ন

ঢাকা: আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ছুটি ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সোমবার (০২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ওই বিচারপতির নামাজে জানাজা শেষে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধান বিচারপতি এ ছুটি ঘোষণা দেন।

সকাল সাড়ে দশটার দিকে বিচারপতি বজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ড. কামাল হোসেনসহ সিনিয়র আইনজীবীরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে হেলিকপ্টার যোগে বিচারপতির মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

জানাজা শেষে প্রধান বিচারপতি বলেন, বিচারকাজে কর্মরত বিচারপতি বজলুর রহমান এবং বিচারপতি জে এন দেব চৌধুরী মারা যান। তাই তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে সকালেও আপিল বেঞ্চ বিচার কাজে বসেননি।

রোববার (০১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিচারপতি বজলুর রহমান।

২০০১ সালের ০৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ও ২০০৯ সালের ১০ মে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ বজলুর রহমান।   এরপর গত বছরের ০৮ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

অন্যদিকে বিচারপতি জে এন দেব চৌধুরী গত ১৫ ডিসেম্বর বিকাল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬ (আপডেট সময়: ১২১৪ ঘণ্টা)
ইএস/জিপি/এএসআর
** সোমবার সকালে বসছেন না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ
** বিচারপতি বজলুর রহমান আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।