ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

সাবেক বিচারপতি রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
সাবেক বিচারপতি রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্ট গার্ডেনে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ জানুয়ারি) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

তিনি বলেন, প্রয়াত প্রধান বিচারপতির মরদেহ রাতে (বুধবার) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।

এরপর বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০০৮ সালের ১ জুন ১৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি এম এম রুহুল আমিন। পরবর্তীতে ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে ‍যান।

১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এম এম রুহুল আমিন। তার দুই ছেলে রাশেদ আহমেদ সুমন ও আশরাফুল আলম সুজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

সাবেক এ প্রধান বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি এবং ১৯৯৬ সালে স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। পরবর্তীতে ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগে নিয়োগ পান তিনি। এছাড়াও ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

ইএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।