ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

বিস্ফোরণ মামলায় ৩ জেএমবি সদস্যের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বিস্ফোরণ মামলায় ৩ জেএমবি সদস্যের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় বোমা বিস্ফোরণ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলায় তিন জেএমবি সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ রায় দেন।  

রায়ে আসামি আবদুল্লাহ আল ফাতাহ ওরফে শাকিল ও রেজাউলকে বিস্ফোরক আইনের ৩ এর ক ধারায় ৭ বছর ও ৪ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছ‍াড়া  তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।  

এদিকে অপর আসামি তারেক ইকবালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩ এর ক ধারায় ৩ বছর ও ৪ ধারায় ৫ বছরের দণ্ড দেওয়া হয়েছে।  

একই আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন।  

রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  

২০০৫ সালের ১৭ আগস্ট সকালে ফার্মগেট ও মহাখালীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থল থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ তাদের আটক করে পুলিশ।  

পরে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করা হয়।  মামলায় ১৮ জনের সাক্ষ্য ও শুনানি শেষে এ রায় দিয়েছেন আদালত 

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।