ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক কারাগারে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়

মেহেরপুর: প্রায় সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ মামলায় গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের কুঠি ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম (মুকুল) বাদী হয়ে প্রধান শিক্ষক মশিউর রহমানের বিরুদ্ধে তিন লাখ ৫৫ হাজার ৬০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে গাংনী থানার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র দাম সাম্প্রতিক সময়ে মামলাটির চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী জেলা বারের সভাপতি অ্যাডভোকেট একেএম শফিকুল আলম ও আসামি পক্ষে আইনজীবী সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিয়াজান আলী।

মামলার বাদী জিয়ারুল ইসলাম (মুকুল) বাংলানিউজকে বলেন, প্রধান শিক্ষক মশিউর রহমান বিদ্যালয়ের অর্থ স্বেচ্ছাচারিতার কারণে মামলাটি করা হয়েছে।

জানা যায়, ২০১৫, ১৬ ও ১৭ অর্থ বছরের বিদ্যালয়ের আয় থেকে শিক্ষকদের মাত্র এক লাখ ৬৫ হাজার টাকা বেতন দিয়ে বাকি টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেন। এমন অভিযোগ এনে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এ বিষয়ে ইউএনও বিষ্ণুপদ পাল তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন। ইতোমধ্যে কমিটি তদন্ত কাজ শুরু করেছেন বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।