রোববার (২৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোনা উল্লাহ বেলকুচি উপজেলার বালাবাড়ী গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুল হামিদ লাবলু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৬ সালের ৮ মার্চ রাতে শাহজাদপুর উপজেলার ঘোরশাল নতুন পাড়া গ্রামের এক গৃহবধূর (২৭) ঘরে ঢুকে পার্শ্ববর্তী বালাবাড়ী গ্রামের সোনা উল্লাহ। এ সময় ওই গৃহবধূর বুকে অস্ত্র ঠেকিয়ে জোর করে ধর্ষণ করে সোনা উল্লাহ।
এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ সোনা উল্লাহকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন। দীর্ঘ শুনানি শেষে রোববার বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮/ আডেট সময়: ১২২৫ ঘণ্টা
জিপি