ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুস সবুর নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবুর সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালী বাঘারপাড়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালী বাঘারপাড়া গ্রামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪১৫ গ্রাম হেরোইনসহ আব্দুস সবুর আটক করে।

এ ঘটনার পরদিন র‌্যাব-৫ এর ডিএডি আমিনুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বদরুল হাসান ২০১৭ সালের ২১ মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক আসামি আব্দুস সবুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও  ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।