বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবুর সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালী বাঘারপাড়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালী বাঘারপাড়া গ্রামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪১৫ গ্রাম হেরোইনসহ আব্দুস সবুর আটক করে।
এ ঘটনার পরদিন র্যাব-৫ এর ডিএডি আমিনুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বদরুল হাসান ২০১৭ সালের ২১ মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক আসামি আব্দুস সবুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি