ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আদালত

পটুয়াখালীতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
পটুয়াখালীতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড  জজ কোর্ট, পটুয়াখালী। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীতে মাদক মামলা‌য় সোহেল নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ‌ণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সি‌নিয়র স্পেশাল জজ আদালতের ‌বিজ্ঞ বিচারক মো. শ‌হিদুল্লাহ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জুলাই জেলা শহরের চকবাজার এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে ৪০০ পিস ইয়াবাসহ সোহেলকে আটক করে সদর থানা পু‌লিশ।

পরে তার বিরুদ্ধে ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় এক‌টি মামলা ক‌রা হয়। ২০১৭ সালের ১৯ জুন সোহেলের বিরু‌দ্ধে আদালতে অভিযোগপত্র দা‌খিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।