ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আদালত

সিরাজগঞ্জে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
সিরাজগঞ্জে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হেরোইন আমদানি ও বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় জোসনা বেগম (৪৪) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জোসনা সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা।

 

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২০ নভেম্বর রাতে মাহমুদপুর মহল্লায় জোসনা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় ৩০ গ্রাম হেরোইনসহ জোসনাকে আটক করা হয়।  

এ ঘটনায় র‌্যাব-১২ এর কর্মকর্তা এস এম ইব্রাহিম হোসেন বাদী হয়ে ওই নারীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।  

দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে অভিযুক্ত একমাত্র আসামি জোসনার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।