রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হলেন- দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর (৩৫), আকবর আলীর ছেলে সেলিম উদ্দিন (৪০), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন, মসলেম খাঁর ছেলে সাইফুল ও আজিজুল হাওলাদারের ছেলে সুফিয়ান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি সন্ধায় ভারত-বাংলাদেশ সীমান্তের ম্যাপশিট নম্বর ৭৮ডি/১২ এবং সাব পিলার নম্বর ৮১/২ এর কাছ থেকে ফেনসিডিল পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল তাদের ধাওয়া করে। সেসময় পাচারকারীরা ৫০২ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে বিজিবি ওই পাঁচ জনকে শনাক্ত করে দু’জনকে আটক করতে সক্ষম হয়। অন্য তিনজন পলাকত রয়েছেন। পরে ৪৭ বিজিবির সি কোম্পানির নায়েব সুবেদার গোলাম কাওসার বাদী হয়ে ওই পাঁচ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক দু’জনকে দৌলতপুর থানায় সৌপর্দ করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার এ রায় দেন বিচারক।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসআরএস