বৃহস্পতিবার (৩১ অক্টোরব) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মিলন ওই উপজেলার শেখমাটিয়া গ্রামের ছলেমান সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন রাতে উপজেলার শেখমাটিয়া বাজার এলাকা থেকে ১শ’ ইয়াবাসহ মিলনকে আটক করে নাজিরপুর থানা পুলিশ। এ ঘটনায় তার নামে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস