ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আদালত

জামিন-স্থগিতাদেশের কার্যকারিতার মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
জামিন-স্থগিতাদেশের কার্যকারিতার মেয়াদ বাড়লো সুপ্রীম কোর্ট। ফাইল ছবি

ঢাকা: যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর‌্যন্ত জামিন দেওয়া হয়েছে বা মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থিতাবস্থা, স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেসব মামলার আদেশের কার‌্যকারিতা আদালত পূর্ণাঙ্গরুপে খোলার তারিখ পর‌্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট।

১১ আগস্ট মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ১১ এপ্রিলের ২৭৫০ এ, নং স্মারকের ধারাবাহিকতায় পুনরায় উল্লেখ করা যাচ্ছে যে, যে সকল ফৌজদারি মামলায় আসামীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা/স্থিতাবস্থা/স্থগিতাদেশ-এর আদেশ প্রদান করা হয়েছে, সে সকল মামলার আদেশের কার্যকারিতা উচ্চ আদালত পূর্ণাঙ্গরূপে খোলার তারিখ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে। ’

বাংলাদেশ সময়:০৭৩৫ ঘণ্টা, আগস্ট ১২,২০২০
ইএস/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।