ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা করদাতাদের তালিকায় সাকিব-তামিম-সোহান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সেরা করদাতাদের তালিকায় সাকিব-তামিম-সোহান

খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নুরুল হাসান সোহান।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সুত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ অর্থ বছরে সর্বোচ্চ করদাতাদের তালিকায় নাম থাকায় তিন টাইগার ক্রিকেটারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা 'ট্যাক্স কার্ড'।

এ নিয়ে টানা দুইবার সেরা করদাতাদের তালিকায় স্থান পেলেন তামিম। ২০২০-২১ অর্থ বছরে তার সঙ্গে একই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার- মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।

এবার সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানসহ মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান 'ট্যাক্স কার্ড' পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।