ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, ডিসেম্বর ২৫, ২০২২
বিয়ে করলেন হারিস রউফ

ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার হারিস রউফের।

আর এ সময়েই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৯ বছর বয়সী ডানহাতি এ পাক পেসার।

কনে তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। ইসলামাবাদেই জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।

হারিসের স্ত্রী মুনজা মাসুদ ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। সহপাঠী হিসেবে পরিচয়, অতঃপর পরিণয়। ২৯ বছর বয়সী হারিস পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।

এখন অবশ্য চোটের কারণে মাঠের বাইরে আছেন হারিস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি তার। এই বিরতিতে সেরে ফেললেন শুভকাজটা।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।