ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ভারতের ড্রেসিংরুমে ‘নার্ভাসনেস’ ছিল, বলছেন অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ডিসেম্বর ২৫, ২০২২
ভারতের ড্রেসিংরুমে ‘নার্ভাসনেস’ ছিল, বলছেন অধিনায়ক

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ বিপদেই পড়েছিল ভারত। তৃতীয় দিনের শেষ বিকেলে তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট।

চতুর্থ দিন সকালে তিন উইকেট হারায় তারা। এরপর তাদের হারের শঙ্কাই ছিল বেশি। যদিও শেষ অবধি অষ্টম উইকেট জুটিতে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ার ৭১ রান করে দলকে ম্যাচ জেতান।
 
তবে তৃতীয় দিনের পর ভারতের ড্রেসিং রুমে ভয় ছড়িয়ে পড়েছিল বলেই জানান দলটির অধিনায়ক লোকেশ রাহুল। দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা। ভয় ছাপিয়ে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়কের কণ্ঠে সেই স্বস্তিই অবশ্য বেশি।

তিনি বলেছেন, ‘ম্যাচটা কঠিন ছিল আর আমি খুশি যে আমরা জিতেছি। বেশ বিপদে পড়েছিলাম, চাপ ছিল এবং ড্রেসিংরুমে নার্ভাসনেস ছিল। কিন্তু আমি সত্যিই খুশি যে অশ্বিন ও শ্রেয়াস ওই জুটি গড়ে আমাদের জয় এনে দিয়েছে। ’

কন্ডিশনও বেশ উপভোগ করেছেন, এমন কথাই শোনা গেল রাহুলের মুখে। তিনি বলেন, ‘কন্ডিশনগুলো ছিল কঠিন কিন্তু এটা টেস্ট ক্রিকেটকে মজার করে তোলে। যখন কন্ডিশন কঠিন, তখন আপনার সামর্থ্যের পরীক্ষা হয় এবং এভাবে আমরা ক্রিকেট খেলতে পছন্দ করি। এটা কঠিন ম্যাচ ছিল। ’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এটা ছিল সত্যিই ভালো সিরিজ, কারণ অনেক অভিজ্ঞতা ও শেখার ছিল। ওয়ানডে সিরিজ ভালো যায়নি, কিন্তু কখনও কখনও সিরিজ হার আপনাকে অনেক কিছু দেখিয়ে দেয় এবং জানিয়ে দেয় দল হিসেবে আপনার অবস্থান কোথায়। ’

‘টেস্ট সিরিজ আমাদের জন্য কঠিন ছিল, বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছিল। তারা আমাদের অনেক চ্যালেঞ্জ করেছে এবং আমাদের জন্য কঠিন করে তুলেছিল। ’ 

বাংলাদেশ সময় : ১৬৩৪ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।