ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল দেখতে লাগবে সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ১৫০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
বিপিএল দেখতে লাগবে সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ১৫০০ টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি থেকে। এই টুর্নামেন্টের খেলা দেখতে সর্বনিম্ন খরচ হবে ২০০ টাকা, সর্বোচ্চ লাগবে ১৫০০ টাকা।

 

ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ক্লাব হাউজে খেলা দেখা যাবে ৫০০ টাকায়।

এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য এক হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এক নম্বর গেটের পাশে থাকা টিকিট কাউন্টারে। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও মিলবে টিকিট।

৪ জানুয়ারি থেকে শুরু হবে টিকিট বিক্রি। কোনো নির্দিষ্ট ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনই কেবল সেই ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯.৩০ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।