ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘বিপিএল শুধু পাকিস্তান না, সারাবিশ্বেই দেখা যায়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
‘বিপিএল শুধু পাকিস্তান না, সারাবিশ্বেই দেখা যায়’

চট্টগ্রাম থেকে : লেগ স্পিনে অল্পদিনেই বেশ সুনাম কুড়িয়েছেন আবরার আহমেদ। এখনও অবশ্য পাকিস্তানের হয়ে খেলেননি কোনো টি-টোয়েন্টি।

তবে মাঠে নেমেছেন চারটি টেস্টে। ক্যারিয়ারে প্রথম টেস্টেই শিকার করেছেন ১১ উইকেট। খেলেছেন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন আবরার। যোগ দিয়েছেন চট্টগ্রামে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবরার জানিয়েছেন, জেতাতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।  

তিনি বলেছেন, ‘বিপিএল খুব ভালো। সব দেশের খেলোয়াড়রা এখানে আসছে। কিংবদন্তি ক্রিকেটাররাও আসছে। আমার নিজের এসেও ভালো লাগছে। বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। বিদেশি অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে খেলার অপেক্ষায় আছি। মজা হবে। চেষ্টা থাকবে ভালো পারফরম‌্যান্সের, যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতে যায়। ’

পাকিস্তানে বিপিএল দেখা প্রসঙ্গে আবরার বলেন, ‘বিপিএল শুধু পাকিস্তানে না, সারাবিশ্বেই দেখা যায়। পরিবারের সবাই খুশি যে আমি বাংলাদেশে এসে এখানের লিগে খেলছি। তারাও আমার মতো রোমাঞ্চিত আমাকে এখানে দেখে। এখানকার পরিবেশ বেশ ভালো। আসলে সব কিছুই ভালো লাগছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটাও ভালো। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসবেন দুই পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান। তাদের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে আবরার বলেন, ‘শাহিন শাহ আফ্রিদি ও রিজি ভাই (রিজওয়ান) এখানে আসছে। অ‌্যাভেইলেবল হলেই চলে আসবে। তাদের সঙ্গে কথা হয়নি। তবে দলে তাদের নাম দেখেছি যে তারা আসছে। ’

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।