ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বল ছাদে লাগলেই ছক্কা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বল ছাদে লাগলেই ছক্কা!

ক্রিকেট সাধারণত ছাদখোলা স্টেডিয়ামেই খেলা হয়। কিন্তু বৃষ্টির সঙ্গে যেন এক বেরসিক সম্পর্ক আছে খেলাটির।

এনিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন নানা সময়ে। বৃষ্টির ঝামেলা এড়াতেই মেলবোর্নে তৈরি করা হয়েছে মারভেল স্টেডিয়াম! এই স্টেডিয়ামের পুরো অংশই ছাদ দিয়ে ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট যদিও খুব একটা হয় না, তবে বিগব্যাশের খেলা চলে নিয়মিত।

বৃষ্টি আইন নিয়ে যেমন নানান জনের নানা মত রয়েছে, তেমনি ছাদ ঢাকা স্টেডিয়াম নিয়েও কম বিতর্ক নেই। কেননা বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, বল ছাদের যে অংশেই লাগুক না কেন তা ছক্কা বলে গণ্য করা হবে। এমন নিয়ম নিয়ে চটেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

গতকাল মেলবোর্ন ডার্বিতে স্টারসকে ৬ রানে হারায় রেনেগেডস। ম্যাচে স্টারসের দুই ব্যাটার জো ক্লার্ক ও বেউ ওয়েবস্টার দুজনেরই একটি শটে বল ছাদে লাগে এবং তা ৩০ গজ বৃত্তের ভেতরেই পড়ে। বাউন্ডারি পার করতে না পারলেও হয়েও আম্পায়ারকে নিয়ম অনুযায়ী ছয় রান করে যোগ হয় তাদের খাতায়।

অজি কিংবদন্তি মার্ক ওয়াহ বলেন, ‘এই নিয়মের জন্য রেনেগেডসকে ১২ রান হজম করতে হয়েছে যা একদমই ঠিক নয়। এরকম হলে অন্তত ডেড বল দেওয়া উচিত, ছক্কা নয়। তারা আউট হতে পারত। এই ব্যাপার ছাড়াও এমন ম্যাচে ১২ রান বড় পার্থক্য গড়ে দেয়। ’

সেই ‘ছয়’ হজম করা বোলারদের একজন উইল সাদারল্যান্ড। রেনেগেডসের এই পেসার বলেন, ‘দুই পক্ষই এর সুবিধা নিতে পারে তবে আমি চাইব যে বল ছাদে লাগলে যেন ডেড বল ঘোষণা করা হয়। ’

স্টারস অধিনায়ক অ্যাডাম জাম্পা বলেন, ‘সত্যি বলতে কিছুটা অদ্ভুতুরে নিয়ম। একজন বোলার হিসেবে আপনি চাইবেন ব্যাটারকে ধোঁকা দিতে এবং অন্তত উইকেট পাওয়ার সুযোগ নিতে চাইবেন। ছাদ হয়তো আরও একটু উঁচুতে দেওয়া যেতে পারে। ’ রেনেগেডস অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য অভিযোগ দেওয়ার কিছু পাচ্ছেন না, ‘নিয়ম দুই দলের জন্যই সমান, তাই আমার মনে হয় না অভিযোগ করার কিছু আছে। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।