ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মাহেদী উপরে ব্যাট করলেই ভালো হয়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
‘মাহেদী উপরে ব্যাট করলেই ভালো হয়’ ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি- এরপর কিছুটা ভেঙেই পড়েছিলেন মাহেদী হাসান। বিপিএলের শুরুর দিকেও রানের দেখা পাচ্ছিলেন না।

প্লেয়ার্স ড্রাফট থেকে সবার আগে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। অথচ দলকে সেভাবে ভরসা দিতে পারছিলেন না মাহেদী।  

সোমবারের আগে ছয় ম্যাচের কেবল দুটিতে ছুঁতে পেরেছেন ব্যক্তিগত দুই অঙ্ক। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে অবশ্য জ্বলে উঠেছে তার ব্যাট। তিন নম্বরে খেলতে নেমে ৬ চার ও ৫ ছক্কায় ৪৩ বলে ৭২ রান করেন মাহেদী, হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাহেদীর ওপর নিজের ভরসার কথা জানিয়েছেন রংপুরের হেড কোচ সোহেল ইসলাম।  

কোথায় ব্যাট করা মাহেদীর জন্য ভালো হয় এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সে উপরের দিকে ব্যাটিংয়েই ভালো। টপ অর্ডারে না করলে তাকে সাতে-আটে ব্যাটিং করতে হবে যেটা করাটা কঠিন। ওর যে ধরনের শটের রেঞ্জ, ওখান যে ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, তার থেকে ও যদি পাওয়ার প্লেতে নামে ও যে ধরনের খেলোয়াড় তাতে সফল হওয়ার সুযোগ বেশি থাকবে। ’ 
 
‘আমরা যখন তাকে নিয়েছি তখনই চিন্তা ছিল ওকে নাম্বার তিনে খেলাব। এনিহাউ সে রানে ফিরছিল না। এখন রানে ফিরেছে। উপরের দিকে ব্যাটাররা যদি বড় ইনিংস খেলে তাহলে কাজটা সহজ হয়ে যায়। এই খেলাটা যদি ও ধরে রাখতে পারে তাহলে আমাদের পরবর্তী খেলাগুলো সহজ হয়ে যাবে। ’ 

মাহেদীর ওপর ভরসা রাখার কথা জানিয়ে সোহেল বলছিলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে সে রানে ফিরবে। আমরা জানতাম যে একটা ইনিংসে বড় রান করলে ওর আত্মবিশ্বাস ফিরে আসবে। আমি তার ওপর আস্থাশীল ছিলাম সব সময়ই। সেজন্য আসলে ধারাবাহিক চান্স পেয়েছে। ’

নতুন বলে বোলিংয়ে ব্যাপারে সোহেল ইসলাম বলেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী শেখ মেহেদীকে নিয়ে। সে বাংলাদেশের হয়েও নতুন বলে ভালো বল করে। প্রথম দিকের ম্যাচগুলোকে ডানহাতি ব্যাটসম্যান ছিল, বাঁহাতি ব্যাটসম্যান ছিল সেখানে রাকিবুলও নতুন বলে ভালো বল করেছিল। পরিস্থিতি বুঝে এখন মেহেদীকে নিয়ে এসেছি। আমি সব সময় বিশ্বাস রাখি। আমার সব সময় মনে করি শুধু বাঁহাতি-ডানহাতি ব্যাটসম্যান না নতুন বলে ও যেকোনো সময় ভালো বোলিং করতে পারবে। এই বিশ্বাস ওকে নিয়ে আমার কাছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।