ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

‘তৌহিদ হৃদয়কে জাতীয় দলে চিন্তা-ভাবনা করা উচিত’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
‘তৌহিদ হৃদয়কে জাতীয় দলে চিন্তা-ভাবনা করা উচিত’ ছবি: শোয়েব মিথুন

এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন তৌহিদ হৃদয়। দারুণ শট খেলছেন, তাকে লাগছে বেশ আত্মবিশ্বাসীও।

মাঝে ইনজুরির ধাক্কা সামলে আবার ফিরেছেন স্বরূপে। এখন অবধি বিপিএলে তৌহিদ পেয়েছেন চার হাফ সেঞ্চুরি।

টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মোট ৮ ম্যাচের ৭ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন। ৪১.১৪ গড় ও ১৪৯.২২ স্ট্রাইক রেটে করেছেন ২৮৮ রান। এমন ফর্মে থাকা তৌহিদ হৃদয়কে অনেকেই দেখতে চাইছেন জাতীয় দলে। সিলেটের কোচ রাজিন সালেহও বলছেন, তৈরি আছেন হৃদয়।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তৌহিদ হৃদয় অবশ্যই ভালো খেলছে। এই টুর্নামেন্টে মাশাল্লাহ চারটা ফিফটি করেছে। আমি মনে করি, যেহেতু এখানেই ভালো ফর্মে আছে, ভালো ছন্দে আছে তাকে নিয়ে বাংলাদেশের চিন্তা ভাবনা করা উচিত। আমিও অনেক আত্মিশ্বাসী যে সে বাংলাদেশ দলের হয়ে ভালো খেলতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে। ’

বিপিএলের পয়েন্ট টেবিলে এখন সবার উপরে আছে সিলেট। ১০ ম্যাচের আটটিতেই জিতে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। এতে অবশ্য সন্তুষ্ট থাকার সুযোগ দেখছেন না রাজিন সালেহ। তিনি বলছেন, এক ম্যাচ করে এগোনোর নীতিতেই চলবেন।

তিনি বলেন, ‘দেখেন থামার কোনো সুযোগ নাই, বিশ্রামের কোনো সুযোগ নাই। আমরা একটা একটা করে ম্যাচ এগিয়েছি এবং একটা একটা করে এগোবো ইন শা আল্লাহ। আমির আর ইমাদ চলে গিয়েছে, ইরফান পুরো টুর্নামেন্ট থাকবে। গুলবাদিন নাইব থাকবে শেষ পর্যন্ত। ’

আগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পূরণ করতে পারেননি বোলিং কোটা। তিনি কি পরের ম্যাচে খেলতে পারবেন? রাজিন বলছেন, ‘আজকে আমরা জানতে পারবো। ফিজিওর সাথে মিটিং আছে রাতে। তখন জানা যাবে পরের ম্যাচ খেলবে কি খেলবে না। ’

বাংলাদেশ সময় : ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২,২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।