ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওমরা করতে গেছেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ওমরা করতে গেছেন সাকিব

বিপিএলর এবার দারুণ ছন্দে রয়েছে ফরচুন বরিশাল। শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে তারা নিশ্চিত করেছে প্লে-অফ খেলাও।

পয়েন্ট টেবিলেও বেশ সুবিধাজনক অবস্থায় আছে বরিশাল। ১০ ম্যাচে ৭ জয় নিয়ে এখন তাদের অবস্থান দুই নম্বরে।  

তাদের বাকি দুই ম্যাচের মধ্যে ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ১০ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের মুখোমুখি হবে তারা। এমন অবস্থায় হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব চলে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব । দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান জানিয়েছেন এ খবর। পরে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেছেন সাকিব।

৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসবেন সাকিব,  যথারীতি ৭ তারিখ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে, এমনটিও জানান তিনি।

এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।

বাংলাদেশ সময় : ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমএইচবি/এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।